আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শেষ মূহুর্তে জমে উঠেছে চন্দনাইশের নির্বাচনী প্রচারনা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ জানুয়ারি। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রার্থীদের নির্ঘুম প্রচার প্রচারণা। উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ২ নং জোয়ারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতবারের নির্বাচিত চেয়ারম্যান  আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঐ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী না থাকায় সেখানে ভোটের আমেজ কম থাকলেও বাকী ৬ টিতে চলছে নির্বাচনী আমেজ।

সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা যায়, কনকনে শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ঘরে ঘরে ভোটারের মন জয়ের লক্ষ‍্যে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন দিন-রাত এক করে। সমানভাবে মাঠে রয়েছেন সংরক্ষিত আসনের নারী প্রার্থীরাও। পোষ্টার ব‍্যানারে ছেয়ে গেছে উপজেলার সমগ্র এলাকা। কর্মী সমর্থকরাও একই ভাবে ছুটে চলেছে আরামের ঘুম হারাম করে। এদিকে  লক্ষ‍্য করা গেছে,  আওয়ামীলীগের নৌকা প্রতীক ছাড়া অন‍্য কোন দলীয় প্রতীক না থাকলে ও স্বতন্ত্র  প্রার্থী হিসেবে যারা নির্বাচন করছেন তারা বেশীর ভাগই আওয়ামীলীগের দলীয় লোক। তাই সিদ্বান্ত নিতে হিমশিম খেতে হচ্ছে আওয়ামীলীগের দলীয় ভোটারদের। নাম প্রকাশ না করার শর্তে অনেক ভোটাররা জানান, তারা ভোট দিতে সিদ্বান্তহীনতায় ভুগছেন তবে এক পর্যায়ে দলীয় সিদ্ধান্তকে প্রাধান‍্য দিবেন বলে ও জানিয়েছেন অনেকে।

এবার ৭ টি ইউনিয়নে যারা অংশ নিয়েছেন তারা হলেন,  কাঞ্চনাবাদ ইউনিয়নে এডভোকেট আবু ছালেহ ( নৌকা), সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর কোম্পানি ( আনারস)। বরকল ইউনিয়নে মুক্তিযোদ্ধা ফেরদাউছ আলম খান ( নৌকা), আব্দুর রহিম  ( আনারস), মোহাম্মদ আরাফাত রহমান রাশেদ ( ঘোড়া ), রশিদ আহমদ হিরো ( মোটর সাইকেল), মোহাম্মদ নাসিরউদ্দিন ( চশমা)। বরমা ইউনিয়নে মোহাম্মদ নুরুল ইসলাম (নৌকা), খোরশেদ আলম ( ঘোড়া ) জাবেদ মোহাম্মদ গউস মিল্টন ( আনারস )।বৈলতলী ইউনিয়নে এস এম সায়েম ( নৌকা ), বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল ( আনারস ), মাহবুবুল আলম ( মোটরসাইকেল)। হাশিমপুর ইউনিয়নে খোরশেদ বিন ইছহাক( নৌকা ), বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী ( চশমা ), মোজাম্মেল হক ( আনারস ), চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন ( ঘোড়া), মোহাম্মদ জসীমউদ্দিন ( অটোরিকশা ), বদিউল আলম  ( টেবিল ফ্যান), খোরশেদ আলম (টেলিফোন), চৌধুরী আমীর মোহাম্মদ ফোরকান ( মোটরসাইকেল)। ধোপাছড়ি ইউনিয়নে আব্দুল আলীম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম ( আনারস), প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জোয়ারা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আমিন আহমদ চৌধুরী। এছাড়াও সাধারণ সদস‍্য এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ছেন ৭ জন। চন্দনাইশে ৭ ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী, ২২২ জন সাধারণ সদস‍্য ও ৫৫ জন সংরক্ষিত নারী সদস‍্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতিমধ্যে আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি অবহিতকরন ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম।