আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচন

শীত উপেক্ষা করে সাতকানিয়ায় ভোটারের দীর্ঘ লাইন

Author Thedaily Shangu | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। শীতের সকালেই ভোট কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

 

কাঞ্চনা ইউনিয়নের কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ফাতেমা আক্তার বলেন, সকাল সকাল ভোট দিয়েছি। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। এটাই ছিল আমার প্রথম ভোট। নির্বাচনের তারিখ ঘোষণার পরই ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। ভোট দিতে পেরে ভালো লাগছে।

 

 

৭ নং মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার দারুল আরকাম (ইবতেদায়ী) মাদ্রাসা কেন্দ্রের ৭২ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস নামের এক ভোটার বলেন, সকাল সকাল ভোটারের লম্বা লাইন। সবার আগে কেন্দ্রে এসে প্রথমেই ভোট দিলাম। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারলাম। এখন দিনের বাকিটা সময় কেমন যায়, তা দেখার অপেক্ষায় আছি। 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

 

 

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার ৩৬৩ জন পুলিশ, ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র‍্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। 

 

তিনি আরও বলেছেন, ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটগ্রহণ চলছে। ১৬টি ইউনিয়নে ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।