আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ৭ স্পটে পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ১১:০৫:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় জেলা প্রশাসকের নির্দেশনায় ৭টি স্পটে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত লোহাগাড়ার উপজেলার চরম্বা, বড়হাতিয়া, চাকফিরানী ও পুটিবিলা এলাকায় আলাদা আলাদাভাবে পরিবেশ অধিদপ্তরের ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।

 

লোহাগাড়ায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌগ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল বলেন, লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৬টি স্পটে পাহাড় কর্তন ও ১টি স্পটে কৃষি জমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া গেছে। পাহাড় কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিদর্শকৃত স্পটের পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

অভিযানকাল বাংলাদেশ সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।