চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ৯ ইউনিয়নে ২ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ৯ ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের আয়োজনে জনপ্রতি ১০কেজি করে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ রুবেল প্রমূখ। লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নিদের্শনায় উপজেলার ৯ ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে উপজেলা পরিষদের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়। অতীতের মতো মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।