চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন (৫০) নামের এক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে কক্সবাজারেরর চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাবার সিকদার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে আটককৃত মাদক পাচারকারীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ)/৩৮ মূলে থানায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।