লোহাগাড়া প্রিমিয়ার লীগ-২০২১ এর দ্বিতীয় আসরের অষ্টম খেলায় লোহাগাড়া মেহামেডান জয়লাভ করেন। রোববার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ইফতেখার আজম টুটুল ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ এ টুর্ণামেন্টের আয়োজন করেন।
খেলায় লোহাগাড়া আবহানী বনাম লোহাগাড়া মোহামেডান প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে কোন দল গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শেষ বাঁশির আগ মুহুর্তে লোহাগাড়া আবহানী ফুটবল দলের অধিনায়ক মো. জিয়াউর রহমানের একমাত্র গোলে এগিয়ে যায় লোহাগাড়া আবহানী।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া বটতলি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক ফুটবলার মো. নুরুল হক নুরুল্লাহ, ক্রীড়া ব্যক্তিত্ব মো. জাফর, লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ইফতেখার আজম টুটুল ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ, মো. সোহেল প্রমূখ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন লোহাগাড়া আবহানী দলের অধিনায়ক খেলায় একমান্ত্র গোলদাতা মো. জিয়াউর রহমান।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার মনছুর আলম। সহকারী রেপারির দায়িত্ব পালন করেন মাস্টার মো. আলমগীর হোসেন ও শাহীন শাহ্। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন জনপ্রিয় ফুটবলার মো. ফারুক।
খেলাৃয লোহাগাড়া মোহামেডান ফুটবল দলকে ২টি হলুদ কার্ড দিলেন রেফারী। খেলায় ধারাবর্ণনা করেন লোহাগাড়ার জনপ্রিয় ধারাভাষ্যকার মো. কাইছার হামিদ।