আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় নবনির্মিত রেলস্টেশনে ছিনতাইকারীর খপ্পরে ৫ মাদ্রাসা ছাত্র, গ্রেপ্তার ৩

জাহেদুল, ইসলাম লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ২১ অগাস্ট ২০২৩ ০৭:৪০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরে নবনির্মিত রেলস্টেশন থেকে ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় লুণ্ঠিত ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

সোমবার (২১ আগস্ট) ভোর রাতে লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগাড়ার বড়হাতিয়া এনায়েত পাড়া এলাকার মাহবুবুর রহমান প্রকাশ মাহাবু মেম্বারের ছেলে মো. জোবাইর (২৬), সামশুল ইসলামের ছেলে মু. দিদারুল আলম (২৩) ও একই ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার মো. এমরান এর ছেলে মো. ইব্রাহিম (৩০)।

জানা যায়, গত ১৮ আগস্ট বিকেলে নবনির্মিত আধুনগর রেলস্টেশনে ঘুরতে যান আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রসার ৫ শিক্ষার্থী। মাগরিবের নামাজ আদায় শেষে মাদ্রাসায় ফেরার পথে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা লোহার রড, ছুরিসহ মামলার বাদীসহ তার সঙ্গীয় বন্ধুদের পথরোধ করে হত্যার হুমকি ধমকি দিয়ে ২টি অ্যান্ড্রয়েট মোবাইল, একটি বাটন মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর  ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে ৬ ঘন্টার মধ্যে জোবাইরকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক অপর ২ আসামীকে গ্রেপ্তার করে লুণ্ঠিত ১টি অ্যান্ড্রয়েট মোবাইল ও বাটন মোবাইল ফোনসহ ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। রেললাইনে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার মাদ্রাসা ছাত্রদেও অভিযোগে প্রাপ্তির ৬ ঘন্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়্ সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।