আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় টেকনেলজিস্ট, নার্স, স্যাম্পল কালেক্টরদের প্রশিক্ষণ কর্মশালা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ার প্রাইভেট হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট, নার্স, স্যাম্পল কালেক্টরদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) লোহাগাড়া উপজেলা বিআরডিবি হল রুমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন চট্টগ্রামস্থ পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড।

লোহাগাড়ায় প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান বাবু রোমেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় আ্েররাচনা পেশ করেন পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর নির্বাহী পরিচালক ডা: এটিএম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনিা পরিচালক মাওলানা মুহমদুল হক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন দাশ, মো. নজরুল ইসলাম, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন, লোহাগাড়া আধুনিক হাসপাতালের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন, ডাইরেক্টর মো. হেলাল উদ্দিন প্রমূখ।