চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ স্টেশনে উজ্জল ফার্মেসী থেকে চুরি হওয়া টাকা, চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেলসহ চোর নাহিদুল ইসলাম (২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ওই এলাকার আবুল হাশেমের ছেলে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার নাহিদকে একইদিন দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, থানা এলাকার দক্ষিণ শুকছড়ি স্টেশনে উজ্জল ফার্মেসীর তালা ভেঙ্গে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা রুজু হয়। প্রযুক্তির সাহায্যে সন্দেহজনক ভাবে নাহিদকে আটক করে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে। পরবর্তিতে তার দেওয় তথ্য সতে নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা ও চুরি টাকায় কেনা একটি মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। একইদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।