আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় খাস জায়গায় নির্মানাধীন খামার বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৫:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার বড়হাতিয়া জঙ্গলী পীর পাড়ায় সরকারী খাস জায়গায় নির্মাণাধীন মুরগীর খামার বাড়ি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। জানা যায়, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গলী পীর পাড়ায় একটি মুরগীর খামার নির্মান করেছিল। ওই এলাকার মুহাম্মদ ফেরদৌসেরর অভিযোগের ভিত্তিতে তদন্তপুর্বক প্রতিবেদন দিতে আধুনগর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হককে দায়িত্ব দেন। তিনি পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে নির্মানাধীন খামার বাড়িটিতে লাল পতাকা টাঙ্গিয়ে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, বড়হাতিয়ার ফেরদৌস নামে একজন ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে তহসিলদার কে তদন্ত করার জন্য পাঠিয়েছিলাম। বড়হাতিয়ার জঙ্গলী পীর পাড়ায় যে ব্যক্তি মুরগীর খামার করছে সেটি সরকারী খাস জায়গা। অভিযোগের প্রেক্ষিতে ম সরকারী জায়গায় নির্মানাধীন মুরগীর খামার ঘরটিতে লাল পতাকা টাঙিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।