আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় ক্ষেতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবোদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ০৫:২৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ক্ষেতে কাজ করতে গিয়ে সামশুল আলম (৬০) নামের এক বৃদ্ধ কৃষক হিট স্ট্রোক করে মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার সৃত ঠান্ডা মিয়ার ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে লোহাগাড়ার চুনতি কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুধ রয়েল।

নিহতের ছেলে জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা আমাদের বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে  যান এবং ঘন্টা-দুয়েকের কাজ করে বাড়িতে ফিরে আসেন।  নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায়  আমার মা ক্ষেতে খোঁজখবর নিতে গেলে দেখতে পান ক্ষেতে তার মরদেহ পড়ে আছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।