আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় একদফা দাবীতে কাফন পড়ে যুবদলের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ০৮:৩৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের একদফা দাবীতে লোহাগাড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ নভেম্বর) লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিনের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিলটি বের হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন বলেন, একতরফা অবৈধ নির্বাচন বিএনপি কখনো মেনে নিবে না। এই অবৈধ তফসিল বস্তুনিষ্ট নয় এবং উদ্দেশ্য প্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর।

তিনি আরো বলেন, মরতেই যেহেতু হবে, সেই মরণ যেন স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য কাফনের কাপড় পড়ে ফ্যাসিবাদ ও অবৈধ এই সরকারের জুলুম-নির্যাতন, দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষায় লোহাগাড়া থেকেই সর্বপ্রথম কাফনের কাপড় পড়ে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করছি। সকল ভেদাবেদ ভুলে গিয়ে বিএনপির সাথে একদফা আন্দোলনে সরকার পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার আহবান জানান।