আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে আগুনে পুড়লো হোটেল ব্যবসায়ীর সম্বল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৫২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

একরাতেই আগুনে পুড়ে হোটেল ব্যবসায়ী হলো নিঃস্ব। সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড কালাডেবা বাজারে খাবার হোটেল ব্যবসায়ী দেলোয়ারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হোটেলে থাকা ফার্নিচার, কাঠের আসবাবপত্র, ফ্রীজসহ সবকিছু নিমিশে পুড়ে যায়।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কালাডেবা বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুত্রপাত চুলা থেকে হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ধারদেনা করে দোকানটি দাঁড় করিয়েছি। মালামাল কিছুই বের করতে পারি নাই সব পুড়ে ছাই হয়ে গেছে । দুইলক্ষ টাকার মত মালামাল সব শেষ হয়ে গেছে আমার। আমি নি:স্ব হয়ে গেছি।

খবর পেয়ে রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল ব্যবসায়ীর পাশে দাড়ান, তিনি তাৎক্ষনিক ১০ হাজার টাকা নগদ সহায়তা করেন।