আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় শিলক মিনাগাজীর টিলা মুতিউল উলুম মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৭:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজীর টিলা মুতিউল উলুম মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ।

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিলক মিনাগাজীর টিলা মুতিউল উলুম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল" মাদ্রাসার হলরুমে গত বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি  আবুল হাশেম মাষ্টার। শিক্ষক মাওলানা সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেনডেন্ট মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ-সুপার মাওলানা নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, শিলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ, মাওলানা কাজী আহমদ রেজা, নুরুল আমিন, জহির আহমদ সওদাগর, ইসলাম আহমেদ, আজিজুল হক চৌধুরী, জাবেদ হোসেন তালুকদার, সার্জন জসিমউদ্দিন, নুরুল আবসার সওদাগর প্রমুখ।

শেষে দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।