আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত চার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০৫:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ইটবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮) এবং মেয়ে রুবি দে (৭) এবং সিএনজি অটোরিকশা চালক মো. তারেক (৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

462582888_921840913420715_7340719194501496588_n

নিহত কিরণ দে চাঁদগাও থানার মোহরা এলাকার অতুল দে'র ছেলে। তবে তিনি পরিবার নিয়ে পটিয়া ধলইঘাট এলাকায় থাকতেন। 

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত কিরণ দে রাঙামাটিতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সিএনজি ট্যাক্সি যোগে ফেরার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের কাছ এলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ড্রাইভারসহ চার যাত্রী গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, হাসপাতালকে আনার পর কিরণ দে'কে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত চালক তারেক, অঞ্জনা দে'কে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম ম্যাডিকেলে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতের সন্তান অনিক দে ও রুবি দে'কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

নিহতের স্বজন টিটু দে বলেন, "নিহত কিরণ দে আর খালু। উনারা আমার বাড়ি রাঙামাটিতে একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন। ফেরার পথে এই ঘটনার কবলে পড়েছেন তারা।"

 

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ ড্রাইভার পালিয়ে যায়। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।