আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রাউজানের সবুজ বনায়ন রক্ষায় সকলকে সতর্ক থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক, রাউজান : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৯:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাউজান পৌর এলাকার কাঠ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আদর্শ পৌর কাঠ ব্যবসায়ী সমিতির নবাগত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকেলে জলিলনগরস্থ পৌর কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রেজাউল রহিম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সিনিয়র সহসভাপতি সাবের সুলতান কাজল, সহ-সভাপতি মঞ্জুরুল আলম,রাসেল খাঁন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন,হেলাল উদ্দীন কোম্পানি, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, জালাল শরীফ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আলী,অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন তালুকদার (মুন্না), মোহাম্মদ ইদ্রিস মিয়া,জসিম মেম্বার,আবু বক্কর সিদ্দিকী, জেলা যুবদল নেতা সৈয়দ তৌহিদুল আলম,মোহাম্মদ হাশেম, আলমগীর, মাসুদ চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী,আলাউদ্দিন, সালাউদ্দিন, সাইফুদ্দিন রুবেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাউজানের সবুজ বনায়ন রক্ষায়

সকলকে সতর্ক থাকতে হবে। সরকারি বনজ বাগান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। অবৈধভাবে কাঠ ব্যবসা করা যাবে না। সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা করতে হবে। আইনশৃঙ্খলা বিগন্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। এছাড়াও পৌর কাঠ ব্যবসায়ী সকল সদস্যদের হালনাগাদ কার্ড প্রদান করা হয়।