আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে ৫৪০ লিটার চোরাই তেল সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৫:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে ৫৪০ লিটার চোরাই ডিজেল তেল সহ মো. রাশেদুল ইসলাম (২৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর রেল লাইনের পশ্চিম পাশে মফিজের বাড়ীর সামনে থেকে ৩টি ড্রামে ৫৪০ লিটার চোরাই ডিজেল তেল ও তেল পরিবহনে একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. রাশেদুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জব্দকৃত ডিজেল তেলের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

473011973_930591999204906_4861146042708707511_n

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, রাশেদুল ইসলাম নামের চোরাই ডিজেল ব্যবসায়ীকে ১টি পিকআপ গাড়ী ও ৫৪০ লিটার ডিজেল সহ গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই ডিজেল বোঝাইকারী অজ্ঞাত ২-৩ জন আসামী পালিয়ে যায়। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।