আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১
চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়

মিরসরাইয়ে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী ও অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরীর বাস ভবনে তিনি সংবাদ সম্মেলন করেন।

 

এসময় লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী বলেন, "আমার ও অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক ছাত্র নুর আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৩টি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়গুলো হলো - গত ৫ আগস্ট থেকে প্রধান শিক্ষক এবং অফিস সহকারী বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিগত ২০২১ সালে এসএসসির ফরম পূরণের টাকা (বোর্ড থেকে ফেরত আসা) আত্মসাৎ করা এবং বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করা। উক্ত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেন। তারা তদন্ত করে ২টি রশিদ বইতে টাকা আদায় এবং অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দাম ২ পদে থেকে সম্মানী ভাতা নেওয়ার বিষয়ে সঠিক জবাব পাননি এবং অন্যান্য বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আনীত অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করেন।"

 

তিনি আরও বলেন, "স্কুলের সহকারী শিক্ষক মো. শাখাওয়াত হোসেন স্থানীয় কতিপয় সংবাদকর্মীকে কয়েকটি মিথ্যা তথ্য দিয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশে আগ্রহী করেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করা এবং শিক্ষক কর্মচারীদের ৯ মাসের বেতন-ভাতা না দেওয়া সম্পূর্ণ মিথ্যা। উক্ত ঘটনায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা ঘটনা সাজিয়ে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।"

 

এ সময় তিনি আরো বলেন, "গত ২৬ সেপ্টেম্বর থেকে আমি এবং অফিস সহকারী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ম্যানেজিং কমিটির সভাপতি) কর্তৃক ছুটিতে আছি।" সংবাদ সম্মেলনে অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।