আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে আওয়ামী লীগের শোক র‌্যালী, মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ অগাস্ট ২০২৪ ০৮:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র‌্যালীর আয়োজন করে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভ‚ঁইয়ার সঞ্চালনায় ও সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবতী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মনছুুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রুপম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২ সহ্রাধিক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি আমাদের থেকে মুছে ফেলা যাবেনা। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটুক্তি করা যাবেনা। আজকে সকলের উপস্থিতি এটা প্রমাণ করে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর চেতনায় রাজনীতি করি। কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে রুহেল বলেন, আমাদের নতুন প্রজন্ম অনেক সেনসেটিভ তাদের উসকে দিয়ে তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে জামায়াত বিএনপি শিবির আমাদের তৈরী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ছাত্রদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শোকাবহ আগস্ট মাসে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৬টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা কমিটির মাধ্যমে শোক সভা, প্রতিটি ইউনিটে ১০ হাজার করে বৃক্ষরোপন, ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হয়েছে।