আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ কাজের উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৫:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে বীর মুত্তিযোদ্ধা আবিদুর রহমানের কবর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা সারোয়তলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামে তার পারিবারিক করবস্থানে সরকারি অর্থায়নে এ কাজের উদ্বোধন করে সারোয়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেলাল হোসেন।

 

ইউনিয়ন কমান্ডার মো. রফিকের সভাপতিত্বে অনুষ্টানে  প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, বিশেষ অতিথি ছিলেন,মুত্তিযোদ্ধা আহমদ হোসেন,মো. নুরুল ইসলাম, মরহুম মুক্তিযোদ্ধা মো. আবিদুর রহমানের নাতি কপিল উদ্দিন।

 

মুক্তিযোদ্ধার কবরে অনুষ্টানে গার্ড অব অনার দিয়ে সম্মান জানান,মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার। স্মৃতিচারণে ছিলেন,বাবু সুজিত দাশ। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় সরকারিভাবে এ নিয়ে বোয়ালখালী উপজেলায় প্রায় ৬০ জন মুক্তিযোদ্ধা কবর পাকার কাজ প্রায় শেষের দিকে। প্রতিটি কবর রক্ষায় ২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।