আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে জঙ্গিবাদ বেড়ে যাবে- সাংসদ নদভী

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ৮ নভেম্বর ২০২৩ ১১:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। এই শান্ত দেশকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াত ক্ষমতা থাকাকালে দেশে জঙ্গিবাদের আবাদ হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে করছে জঙ্গিবাদ মুক্ত এবং দেশকে উন্নতির শিখড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দেশে ৯ কোটি উপকারভোগী রয়েছে।  প্রতিমাসে তারা সরকার থেকে ভাতা পেয়ে থাকেন। দেশে দারিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

বুধবার (৮ নভেম্বর) বিকেলে লোহাগাড়া শাহপীর মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বিভিন্ন উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

 

লোহাগাড়া উপজেলা পরিষেদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্ব ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এইচএম গণি সম্রাটের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য নারী জাগরণের আলোকবর্তিকা রিজিয়া সোলতানা চৌধুরী।

 

এছাড়া বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরী, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান।

 

এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জুন কোম্পানি, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুছ, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া মোঃ শাহাজাহান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক বোরহান সোবহান সহ ৯ ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্য এবং বিভিন্ন উপকার ভোগী উপস্থিত ছিলেন।