ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গম ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার স্ত্রী জয়নব বানু, তার মেয়ে জাহানারা বেগমকে মারপিটের অভিযোগ উঠেছে রিপন আলী (৩৬) নামে গম ক্ষেত মালিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ময়মনসিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিপন আলী ময়মনসিংহপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার মেয়ে বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, জয়নব বানুর দেড় মাস বয়সী ছাগলের বাচ্ছা রিপনের গম ক্ষেতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। মুক্তিযোদ্ধার কন্যা প্রতিবাদ করলে রিপন তার মুৃখে ঘুষি ও মাটিতে ফেলে দিয়ে লাত্থি মারতে থাকলে তাকে রক্ষায় জয়নব বানু এগিয়ে আসলে তার মুখেও আঘাত করে রিপন। এতে জয়নবের মুখের একটি দাত পরে যায়।
পরে প্রতিবেশী তাসাদুল হক নামে এক ব্যক্তি মারপিট বন্ধ করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তি করায়।
মুক্তিযোদ্ধার স্ত্রী জয়নব বানু বলেন, স্বামীর মৃত্যুর পর একা অতিকষ্টে জীবন যাপন করছি। একা অসহায় ভেবে নির্মম অত্যাচার করেছে আমাকে ও আমার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত রিপনের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মা ও স্ত্রী বলেন, জয়নব ও তার মেয়েকে রিপন মারেনি। রিপনকেই জয়নব ও তার মেয়ে মেরেছে। পরে তাসাদুল আমাকে ধাক্কা দিয়ে চর থাপ্পর মেরেছে রিপনকে। রিপনের ফোন নম্বর চাইলে দিতে রাজি হয়নি তার পরিবার।
স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রিপন ও তার মা আমার কাছে এসেছিল। বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক খাদেমুল করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী। শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তদন্ত করতে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।