চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়াতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন এর ছেলে জয়নাল আবেদীন। হামলাকারীদের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার পুকুরিয়া ইউপির এক্যাইত্ত্যা পুকুর পাড় মোনায়েম শাহ রোড়ের সামান্য দক্ষিণে প্রধান সড়কের উপর এই হামলার ঘটনা ঘটেছে।
আটককৃত আসামীরা হলো,
পুকুরিয়া ইউপির চন্দ্রপুর ৪ নং ওয়ার্ডের মোঃ ফরিদের পুত্র তৌকিরুল ইসলাম (২৬), মৃত মোজাহেরুল হকের পুত্র মোস্তাকিম উদ্দিন শিপু (৪৭), মোঃ শাহ জাহানের পুত্র সায়মন হাসান (২০)।
এবিষয়ে ভিকটিম জয়নাল আবেদীনের ছোট ভাই মোঃ কুতুব উদ্দিন বাদী হয়ে পুকুরিয়া ইউপির চন্দ্রপুর ৪ নং ওয়ার্ডের মোঃ ফরিদের ছেলে তৌকিরুল ইসলাম (২৬),আব্দুল মাজেদের ছেলে মহিউদ্দিন (৩৬), মৃত মোজাহেরুল হকের পুত্র মোস্তাকিম উদ্দিন শিপু (৪৭), মৃত মনু মিয়ার পুত্র নুরুল আলম (৪৪), মৃত কাদের বক্সের পুত্র মোঃ ইউনুস (৫০), মোঃ শাহ জাহান এর পুত্র মোঃ সায়মন হাসান (২০)সহ আরো ৫/৬ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার ও আহতের পরিবার সুত্রে জানা যায় আসামীরা সংঘবদ্ধ হয়ে ভিকটিম জয়নাল আবেদীনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে, এতে চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা দেশীয় তৈরি অস্ত্র শস্ত্র নিয়ে পথরোধ করে এই হামলার ঘটনা ঘটায়। এতে দা, চুরির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত আহত হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে স্বজনরা আহতাবস্থায় ভিকটিম জয়নালকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়,অবস্থা গুরুতর হওয়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম জয়নাল আবেদীন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ভিকটিমের ছোট ভাই নেজাম উদ্দিন।
এবিষয়ে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে, ঘটনার পর তৎক্ষনাৎ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।