বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, মুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আহমদ সফা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের স্বাধীনতায় তাদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।