বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনালী ব্যাংকের অর্থঋণ মামলার আসামি আতিকুর রহমানকে গ্রেফতার করেছে ।
আতিকুর শীলকুপের মনকিচর এলাকার আবু বক্করের ছেলে।
জানা যায়, বাঁশখালী সোনালী ব্যাংক থেকে মেসার্স হয়রত থানভি গিফর্ট অ্যান্ড ক্রোকারিজ এর ব্যবসার জন্য ঋণ নিয়ে তা পরিশোধ না করায় তা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হলে তা পরিশোধ করেননি আতিকুর। ২০১৭ সালের ৩১ মে তার বিরুদ্ধে অর্থঋণ মামলা করা হয়, যার পরিমাণ ২১ লাখ ৭৯ হাজার ৮৪৩ টাকা।
এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাঁশখালী থানা পুলিশ মো. আতিকুর রহমানকে শীলকুপের মনকিচর এলাকা থেকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার এসআই রাজীব চন্দ্র পোদ্দার জানান, আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।