আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান সরওয়ার শাহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৮:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপি চেয়ারম্যান সরওয়ার হোসেন শাহিনকে নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর হাটহাজারী থানায় মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

৮ জানুয়ারি (মঙ্গলবার) রাতে তাকে চট্টগ্রাম নগরী থেকে

গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।