ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের ব্যবসায়ী মো. আবু তৈয়ব সওদাগরকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শান্তিরহাট বাজারে ‘শান্তিরহাটের সাধারণ জনগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা মো. ফরিদুর রহমান ও তার সন্ত্রাসীরা আবু তৈয়ব সওদাগরকে চট্টগ্রাম শহরে ডেকে নিয়ে হত্যাচেষ্টা ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, তৈয়ব সওদাগর একজন নিরীহ ও পরোপকারী মানুষ। তিনি একজন দানবীর ও সমাজসেবক। এ সময় অবিলম্বে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় আবু তৈয়ব সওদাগর, হাবিব, নুরনাহার ও পলাশ মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।