নিখোঁজের এক দিন পর কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘেরের পানি থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় তারা একে অপরের হাত ধরে ছিল।
মৃত শিশুরা হলো- উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে তৌহিদা বেগম (১০) ও ছেলে আমির হোসেন (৫) এবং ছাবের আহমদের মেয়ে হুমায়রা বেগম (৮)। হুমায়রা সম্পর্কে তৌহিদা ও আমিরের ফুফাতো বোন। তারা গতকাল সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ ছিল।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তৌহিদা, আমির হোসেন ও হুমায়রা বন্যার পানিতে মাছ ধরতে যায়। সন্ধ্যায় তারা হুমায়রার বাড়ি আসে। এরপর আবারও তারা একসঙ্গে ঘর থেকে বের হয়ে তৌহিদাদের বাড়িতে যাচ্ছিল। সন্ধ্যা ৭টা বাজলেও তারা বাড়ি না পৌঁছানোয় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকাল সাড়ে ৬টায় একটি মাছের ঘেরের পানিতে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।