যুগ যুগ ধরে শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্ছার ছিলেন তাদের স্মরণ করা শিক্ষকদের প্রয়োজন। যে সমাজে গুণীদের কদর নেই , সে সমাজে গুণীর জন্ম হয় না। সোমবার (১৭ জানুয়ারি ২০২২) বিকেলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব মৌলভী সৈয়দ সোলতান আহমদের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সাতকানিয়ার মনজিলের দরগাহস্থ মার্দাশা সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সেচ্ছ্বাসেবি সংগঠন বিএসকেএস- বাংলাদেশ (বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি) আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা মোজাহেরুল কাদের ফারুকী। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক কর্মকর্তা মীর কাশেদুল হক, প্রাথমিক শিক্ষক মোঃ সমিতি সাতকানিয়া উপজেলারে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভা সভাপতি সাইফুল ইমলাম, সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, সায়েম উদ্দিন, সৈয়দ মোস্তফা আয়ুব, সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির ক্রিড়া সম্পাদক উসমান গণি, সাংগঠনিক সম্পাদক আবু মহসিন, মামুনুর রশিদ, একে এম দেলোয়ার, আবদুর রহিম, সাংবাদিক সৈয়দ গোলাম নবী, বি এস কে এস সাধারণ সম্পাদক সোহেল তাজ, মোহাম্মদ এরশাদ হোসাইন, নাছির উদ্দিন, মোহাম্মদ আজিম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।