আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির বাইশফাঁড়ি থেকে ৪৫ হাজার ইয়াবা,৬৫ ক‍্যান বিয়ার উদ্ধার

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৯ অগাস্ট ২০২৩ ১১:৫২:০০ অপরাহ্ন | জাতীয়

নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি বিওপির দায়িত্বপূর্ণ চাকমা পাড়াস্হ কলা বাগান থেকে ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায় বিজিবি কর্তৃক মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বিয়ার উদ্ধার করে। শনিবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী বিওপি'র বিশেষ টহল কর্তৃক ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়াস্হ কলাবাগান অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৫,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং ৬৫ ক‍্যান বিয়ার উদ্ধার করে বলে সূত্রে জানা যায়। উল্লেখ্য সাম্প্রতি মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে সিগারেট, সুপারি কপি, বিভিন্ন মাদকদ্রব্য অনুপ্রবেশ কিছুটা বেড়েছে বলে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়। ঘুমধুম এলাকার মিয়ানমার সীমান্ত এলাকার বেশ কিছু দুর্গম এলাকা দিয়ে ঘুমধুমের বেশ কয়েকজন চোরাকারবারী পাশ্ববর্তী মিয়ানমার থেকে অবৈধ মাদক বাংলাদেশের ভিতরে এনে কায়দা কৌশলে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাই, এমন অবস্থায় স্থানীয় বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাত দিন সমানভাবে নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন সীমান্ত জনপদের অনেকেই।