আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে, মিয়ানমার থেকে অবৈধপথে আসা ৪১টি গরু আটক

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩ ০৯:১৭:০০ অপরাহ্ন | জাতীয়

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে কঠোর অবস্থানের কারণে আবারো ৪১টি বার্মিজ গরু আটক হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি, পানছড়ি এবং হাতিরামাঝিড়ি বিওপি‘র সমন্বয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ জুলাই  আনুমানিক সকাল ১০টার সময় ডুলুরঝিড়ি নামক স্থান হতে সর্বমোট ৪১টি বার্মিজ গরু মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে ২৫ (পঁচিশ) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে। 

বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সুত্রে জানা যায়।