আজ শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১
সন্দ্বীপে মুজাহিদ কমিটির সভায় চরমোনাই পীর

নবী মুহাম্মদ ও সাহাবায়ে কেরাম সত্যের মাপ-কাটি তাদের অনুসরণ করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলছেন  সাহেবায়ে কেমরামের সমালোচনা কারি আছে, সাহেবায়ে কেরামের সমালোচনা করলে দলের কোন উপকার নেই,  সাহাবে কেরামা আমাদের মুরব্বি, ইহুদি নাসারা খ্রিষ্টান এরা আমাদের দুশমন, সাহাবায়ে কেরামা  ছিলেন সত্যের মাপ-কাটি, তাদের কে বাদ দিয়ে ইসলামের উপর চলা সম্ভব নয়।তিনি আরো বলেন,  কোন পীর/বাবার ক্ষমতা নায় কোন মুরিদ কে জান্নাতে নিয়ে যাওয়ার। বরং তারা শুধু জান্নাতের পথ দেখাতে পারে। তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলার খন্তার হাটে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে  বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলা শাখার  উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্য উপরেক্ত কথা বলেন। 

মদিনাতুল উলম মাদ্রাসা মুহতামিম 

আলহাজ্ব মাওলানা মাহবুব উল্লাহর সভাপতিত্বে 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ও ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সহ সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় এতেবিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশায়েখ ও আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতিচট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান-আল্লামা ড. বেলাল নূর আজিজি, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা দিদারুল আলম রসুলাবাদী,

হাটহাজারী  দারুল উলম মুঈনুল ইসলাম   মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা পুলিশলাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুনসুরুল হক জিহাদী,  

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিবিদ জান্নাতুল ইসলাম,কালাপানিয়া হেদায়েত ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতী নুরুল আবছার সন্দ্বীপী,  ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাইনউদ্দীন,

জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান,সন্তোষপুর মাদ্রাসার শিক্ষক মুফতি নুর হুসাইন, আজিমপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, রহমতপুর এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিন, সাইদিয়া ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোবারক উল্লাহ।

 ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি জিহাদুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ভূইয়া প্রমুখ।