চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা পূনর্মিলনী পুরুস্কার বিতরণী ও দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১০ নভেম্বর দুপুরে দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি বলরাম চক্রবর্ত্তী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তী, দোহাজারী পৌরসভা ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দীন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মোহাম্মদ ইদ্রিস, ২ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩নং প্যানেল মেয়র ডাঃ মমতাজ বেগম লিলি, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম পহর উদ্দিন, ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলার পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, দোহাজারী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রকাশনা সম্পাদক গোপাল কৃষ্ণ ঘোষ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মিটন মহাজন। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহ সভাপতি রুপক কান্তি ঘোষ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ভবতোষ শীল, চন্দনাইশ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব দাশ, সাধারণ সম্পাদক সাধন নাথ, জোয়ারা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সুনিল চন্দ্র দে, ধোপাছড়ী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক বাসুদেব, বরমা ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দেব, বরকল ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল শীল, সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক মিঠু কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ দাশ, পলাশ নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশ, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক বাবলু সুশীল, সহ অর্থ সম্পাদক সুজন নাথ, সহ প্রচার সম্পাদক রতন সুশীল, সহ সমাজকল্যাণ সম্পাদক পংকজ নাথ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক গৌতম চৌধুরী, সহ ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক মিটন নাথ। সৌন্দর্য্য প্রতিমায় প্রথম স্থান গ্রহণ করেন দোহাজারী হাজারী বাড়ি দূর্গা মন্দির, দ্বিতীয় স্থান গ্রহণ করেন দিয়াকুল মায়ের মন্দির, জামিজুরী তরুণ সংঘ, সার্থিক পূজায় প্রথম স্থান গ্রহণ করেন দোহাজারী দক্ষিণেশ্বর কালী বাড়ি দূর্গা মন্দির, দ্বিতীয় স্থান জামিজুরী অসিম রঞ্জন ভট্টাচার্য্য বাড়ি দূর্গা মন্দির, তৃতীয় স্থান জামিজুরী মৈত্রী সংঘ দূর্গা মন্দির, মাধুর্য্য পূর্ণ আরতি প্রথম স্থান দিয়াকুল সৎসঙ্গ পাড়া রাধাকৃষ্ণ দূর্গা মন্দির, দ্বিতীয় স্থান জামিজুরী জাগরণ ক্লাব দূর্গা মন্দির, তৃতীয় স্থান হাছনদন্ডী রক্ষাকালী বাড়ি দূর্গা মন্দির।