আজ শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

ইসলামি ও দ্বীনিশিক্ষা সমন্বিত অন্যতম প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা কক্সবাজার শাখার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের কালুর দোকানস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মীম আতিক উল্লাহ।

 

তিনি বলেন, একজন মানুষের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে আল কুরআন। সন্তানের প্রথম শিক্ষাটা যেন কুরআন দিয়ে হয়। মানুষ হতে হলে কুরআনের শিক্ষা লাগবে। কুরআন-হাদিস ভিত্তিক পরিচালিত ব্যক্তিই সফল। 

 

সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ কক্সবাজারের অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার, দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর। 

 

শুরুতে স্বাগত বক্তব্য দেন গার্লস শাখার প্রধান ক্বারি মো. ইয়াহিয়া মানিক।

 

নাযেরা ১৬ তম ব্যাচের ১৪ জন এবং আমপারা ১৪ তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন ডঃ মীম আতিক উল্লাহ।

 

নাযেরা বিভাগে সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, তাকিয়া, সরফরাজ আহমেদ, শুরাইম, আলিফা মাহনুন, ইউশা ইবনে ইয়াহইয়া, জেনিন আবেদিন ইশা, মুহাম্মদ যায়েদ, নুরে নওশিন, তাজনুর তাবাস্সুম, নুরে আলিশা, শাকিলা জাফর তুশমী, সুমাইয়া, আলবিনা হাকিম ও আব্দুর রহমান।

 

আমপারা বিভাগে সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, লাবিবা মুবাশশির আলম তাকি, তাকিয়া সারা মানহা, হুমাইয়া জান্নাত ছামিহা, আদনান, আরিশা মারিয়া, নুসাইফা করিম ইদি, সফওয়ান, ফাতেমা জান্নাত ইশরাহা, আলিজা জাফর আলভি, আসহাবুল ইয়ামিন, আলিফ হাসান মাহদি, ফাতেমা সিকদার মেঘলা ও লুতফিয়া নুর ইশরার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্লস শাখার কো-অর্ডিনেটর মাওলানা মো. শরিফ।

 

আমিনুল হিফয হাফেয ইফাজ উল্লাহসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।