গতকাল জুমাবার সাত জানুয়ারি) রাত আটঘটিগায় মাদার্শা পূর্ব বাবুনগরে ড.আবু রেজা নদভী এমপি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া স্মৃতি সংসদ একাদশ বনাম আলি নগর ক্রীড়া একাদশ মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী এইসময় তিনি বলেন ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় উপস্থিত থাকার কথা ছিল আজ সময় ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নাই তিনি আরো বলেন শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে।'
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এসএম সাহাদাৎ হোসেন সাহেদ তিনি বলেন
সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।স্থানীয় সাংসদের এডমিন ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আবুল হোসেন মনু,বিশিষ্ট সমাজ সেবক ওয়াসিম আলি,মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক, আব্দুল আলম, আবদুর রহিম,সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।