আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে ৭ লাখ ইয়াবা সাগর উপকূলে উদ্ধার

আমান উল্লাহ কবির টেকনাফ : | প্রকাশের সময় : বুধবার ৯ অগাস্ট ২০২৩ ০৬:৪২:০০ অপরাহ্ন | জাতীয়

মিয়ানমার হতে পাচার হয়ে আসা বস্তাভর্তী ৭ লাখ ইয়াবা টেকনাফের সাগর উপকূল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যরা। তবে এই ইয়াবা চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বুধবার (৯ আগস্ট) দুপুরে জানান, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান টেকনাফে প্রবেশ করবে।

উক্ত সংবাদের ভিত্তিতে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে কোস্টগার্ড’র একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।

এরপর ভোর রাত তিনটার দিকে একটি ফিশিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে পৌছে ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। ফিশিং বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামানোর জন্য সংকেত দেয়।

এসময় ঐ ৪ ব্যাক্তি কোস্টগার্ড’র উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি। এরপর মাদক কারবারীদের ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।