আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১
"বাড়ি ফেরা হলোনা তরুণ রেমিট্যান্স যোদ্ধা জয়নালের"

জেদ্দা এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৭ অগাস্ট ২০২২ ০৫:৩৩:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

দেশের উদ্দেশ্য সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে মুহাম্মদ জয়নাল নামে বাংলাদেশি তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

 

জানা যায়, গত ১৬ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ৮-টা ও বুধবার দিবাগত রাতে জেদ্দা এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ ১-টা ৩০ মিনিটের ফ্লাইটের অপেক্ষা থাকা অবস্থায় মদিনা মনোয়ারা প্রবাসী মুহাম্মদ জয়নালের মৃত্যু হয়েছে।

 

মদিনা প্রবাসী মুহাম্মদ জয়নালের গ্রামেন বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন মার্দাশা ইউনিয়নের দেওদিঘী বাজারের দক্ষিণ পাশ্বে এলাকা নিবাসী আশেক আলী সিকদারের পুত্র।

 

জয়নালের প্রতিবেশি প্রবাসী মুরিদুল আলম চৌধুরী মুরাদ জানান, জেদ্দা এয়ারপোর্টে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় চেয়ারে বসা ছিল। হঠাৎ চেয়ার থেকে পড়ে গেলে এয়ারক্রাফট কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত্যু ঘোষানা করে।

 

মদিনা প্রবাসী তরুণ রেমিট্যান্স যোদ্ধা মুহাম্মদ জয়নালের লাশ বর্তমানে জেদ্দা নগরীর একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।