চট্টগ্রামের চন্দনাইশে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যলয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌর মেয়র মাহববুল আলম খোকা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল মালেক রানা, এম কায়ছারউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, আইন সম্পাদক এডভোকেট সিরাজুদ্দৌল্লাহ, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকীম প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিভীষিকাময় ২১শে আগষ্টের জগন্যতম গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সভা শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট থেকে খাঁনহাট প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়।