আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে ট্রেনের ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ১০ জুন ২০২৪ ০৯:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে  এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার হাশিমপুর  বরুমতি রেল ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত‍্যক্ষদর্শিরা জানান , রেললাইন পার হওয়ার সময় ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) রেফার করা হয়। পথে অবস্থার অবনতি হলে তাঁকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। হাসপাতালে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিকে অবহিত করা হয়েছে।