আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১

চন্দনাইশে ছাত্রলীগের ইফতার মাহফিল

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বুধবার ২৭ মার্চ ২০২৪ ০৭:৩৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী'র সৌজন্যে চন্দনাইশ উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গবার বিকালে গাছবাড়িয়া নি.গৌ.সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহি, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী,এম জাহেদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রনেতা যতাক্রমে,জাফর সাদেক, সাজিব, মিজান, মীর সাদ, আরফাত, হিরো, বোরহান, কিবরীয়া, সাঈদ, হাসান, হাকিম,সাব্বির প্রমুখ। এসময় নেতারা বলেন,চন্দনাইশে ছাত্রলীগের পরিবারের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করার জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ছাত্রলীগের মূলনীতি মেনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করার আহবান জানান নেতৃবৃন্দরা।