আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০৬:১৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৮০০ বন্দিকে টিকা দেওয়া হবে।

কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী। 

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদে টিকা দেওয়া শুরু হয়েছে।পর্যায়ক্রমে সাত হাজার ৮৭৫ বন্দিকে দেওয়া হবে। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদের নিবন্ধন করতে হয়নি। নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে।

এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়, সে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে। আমরা চাই যেকোনও প্রক্রিয়ায় সবাই টিকার আওতায় আসুক।

কারাবন্দি নুরুল আলম স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, কারাগারে থাকার কারণে এতদিন টিকা নিতে পারিনি। স্বাস্থ্য বিভাগের আন্তরিকতায় অত্যন্ত সুন্দর পরিবেশে নিতে পেরেছি।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়