আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম কারাগারে কয়েদি-বিদ্রোহ, ৭ কারারক্ষী আহত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৭:১৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহের ঘটনায় ৭ কারারক্ষীসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ বিদ্রোহ শুরু হয়।

 

এ সময় কারারক্ষীরা রাবার বুলেট ছুঁড়েন এবং ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে কারাগারে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা।

 

আহতের মধ্যে রুবেল (৩৫) নামে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ৭ জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত কারারক্ষীদের নাম জানা যায়নি।

453999555_1289192909157519_9148423632294059951_n

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহের ঘটনায় কারারক্ষীসহ ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জন আমাদের কারারক্ষী। তারা কারাগারের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন। তাদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাবার বুলেটে আহত রুবেল নামে একজনকে চমেক হাসপাতালে আনা হয়। তার চোখে রাবার বুলেট পড়ে আহত হয়েছে। প্রথমে চক্ষু বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।  

 

চট্টগ্রাম জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, জুমার নামাজের পরে কিছু কয়েদি বিদ্রোহ করে বিক্ষোভ করে। কারাগারে পাগলা ঘণ্টা বাঁজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কারাগারে সেনাবাহিনী রাখার অনুরোধ জানায়।



সবচেয়ে জনপ্রিয়