কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় চিংড়ি জোন এলাকায় একটি মৎস্য ঘেরের স্লুইস গেটের জালে আটকা পড়ে বশির আহমদ কফিল (৫৫) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বদরখালীস্থ চিলখালী ২১ একর চিংড়ি ঘের এলাকায় স্থানীয় ঘেরচাষী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত কফিল উপকূলীয় বদরখালী ২নম্বর ব্লকস্থ পূর্ব পুকুরিয়া পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
জানা গেছে , উপজেলার উপকূলীয় চিংড়িজোন হিসেবে খ্যাত চিলখালী এলাকায় ২১ একর বিশিষ্ট একটি চিংড়ি ঘের চাষের জন্য বর্গা নেয় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকার আবদুর রহিম বাদশাসহ কয়েকজন ব্যক্তি। তারা চিংড়ি ঘেরটি অপরাপর শেয়ারদার নিয়ে চাষ করে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্লুইস গেটের পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে পড়ে যান চিংড়িঘের চাষী কফিল। এক পর্যায়ে তিনি জালের ভেতরে আটকা পড়েন। এতে জালের ভেতর থেকে বের হতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, চিংড়ি ঘেরের স্লুইচ গেইটের জালে আটকা পড়ে কফিল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে আইনানুগ পক্রিয়ায় মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।