আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১
মহাসমাবেশ

গোলাপবাগের মাঠ দেখতে বলেছে ডিএমপি, জানে না বিএনপি

ঢাকা অফিস : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুলাই ২০২৩ ০৫:৩৬:০০ অপরাহ্ন | জাতীয়

মহাসমাবেশ করার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনের সড়ক বরাদ্দ পাচ্ছে না বিএনপি। দলটিকে সমাবেশের জন্য গোলাপবাগের মাঠ দেখার পরামর্শ দেয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তারা কোনো বার্তা পায়নি।

বুধবার (২৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক  বলেন, আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। ডিএমপি থেকে এখনও কিছু কনফার্ম করেনি। তাই সমাবেশের স্থানও চূড়ান্ত হয়নি।

এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

ব্রিফিংয়ে রাজনৈতিক কর্মসূচিতে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না বলেও উল্লেখ করেন খন্দকার গোলাম ফারুক।

কর্মদিবসে কোনো রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেবেন না। লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন।’

গত ২২ জুলাই বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধারাবাহিকতায় গত সোমবার (২৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয়া হয়।