আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

খগরিয়া মহিলা মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ ১২:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম রাহী মহিলা দাখিল মাদরাসার ২৪তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে ২৪ ডিসেম্বর   দিনব্যাপী অনুষ্টিত হয়।

 

সভায় বনজৌর রেষ্টুরেন্ট'র এমডি মোহাম্মদ আক্কাছ উদ্দিন ও খাগরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইছমাইল'র সভাপতিত্বে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিজানুল হক চৌধুরী,ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুুরেন্স কোমাপনী লিমিটেড এর ভি.পি.ও চট্টগ্রাম ইনচার্জ জাহাঙ্গীর আলম,সমাজসেবক হাবিবুর রহমান,আরিফুর রহমান মারুফ,আইরিশ ফ্লাওয়ার সপ এর প্রোপাইটর মোহাম্মদ জাকের হোসেন, সাবেক মেম্বার আবদুস ছালাম, মাদরাসা সভাপতি শাহ আলম, সেক্রেটারী মাহমুদুর রহমান বাবু,শিক্ষানুরাগী এস এম আকরাম আলী,বায়তুননুর জামে মসজিদের সভাপতি আব্দুস ছালাম,সেক্রেটারী নুরুন্নবী সওদাগর,প্রবাসী ইউছুফ মিয়া,জসিম ছাদেক, ইলিয়াছ ছাকী, আমিনুল ইসলাম,আব্দুস শাকুর,মনির আহমদ বিন কোরবান আলী, মুহাম্মদ নিজাম উদ্দীন,মনির আহমদ ঠিকাদার,সাইদুল ইসলাম কাইছার,ডাইমন্ড সিমেন্ট কর্মকর্তা হারুনুর রশীদ,সাতকানিয়া থানা সাব ইন্সপেকর মুহাম্মদ মজিবর রহমান।

 

মাওলানা শফিক উল্লাহ মাহমুদের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা ও চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের, প্রধান বক্তা ছিলেন দি কিং অব জালান ওমানের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আবদুল মন্নান।

 

সমাপনী বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্টাতা শফিকুল ইসলাম রাহী,তকরির করেন মাওলানা কাজী হাফেজ এয়ার মুহাম্মদ, মাওলানা আবদুল খালেক,মাওলানা ওসমান ফারুকী,মাওলানা আব্দুল জব্বার জেহাদী,মাওলানা আহসান উল্লাহ,মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা ইউছুফ,মাওলানা নুরুল ইসলাম,মাওলানা আশেক এহাহী,মাওলানা আলমগীর,হাফেজ ইছহাক,হাফেজ আনিছ, মাওলানা আনছার,মাওলানা নাজিম উদ্দীন,মোস্তফিজুর রহমান তারেক, হামিদুর রহমান সাকিল প্রমুখ ।