আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

কোটি টাকার আইস উদ্ধারের মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ৯ অগাস্ট ২০২৩ ০৬:৪৪:০০ অপরাহ্ন | জাতীয়

টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

 

সেই সঙ্গে ২ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

 

বুধবার (৯ আগস্ট) দুপুরে এসটি মামলা নং-১৫৯/২০২৩ শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইল। 

 

দণ্ডিত আসামি সৈয়দুল ইসলাম টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প নং-২৭, ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে। 

 

রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সাহাব উদ্দিন সাহীব। 

 

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি এডভোকেট দীলিপ কুমার ধর। 

 

কোর্ট নাজির বেদারুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর জানান, ২০২২ সালের ১৯ মে টেকনাফের দমদমিয়া কেউড়া বাগানে অভিযান চালিয়ে সৈয়দুল ইসলাম নামের রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি। পরে তার কাছে থাকা মাছ ধরার জাল থেকে ১ কেজি ৬০ গ্রাম প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য পাঁচ কোটি ৩০ লক্ষ টাকা। 

 

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হয়। যার জিআর মামলা নং-৪৬৪/২২। 

 

দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এটি জেলা জজ মোঃ ইসমাইলের শেষ কর্ম দিবসের রায়। যা দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

মাদকের বিরুদ্ধে এমন রায় সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন এডভোকেট দীলিপ কুমার ধর।