আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

কুতুবদিয়া সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ০৬:৫৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুতুবদিয়া যুব সংহতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার আসরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে কুতুবদিয়া উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোঃ ডালিম উদ্দিন রিয়াদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আযাদ।

উপজেলা যুব সংহতির সদস্য সচিব এইচ.এম জিল্লুর রহমান জুয়েলের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ছোটন,সিরাজুল ইসলাম হেলাল,মোঃ মামুন,মোঃ কুতুব উদ্দিন কুতুবী, সদস্য কামরুল হোসেন,মোঃ কলিম উল্লাহ, মোঃ ছোটন,মোঃ জসিম উদ্দিন প্রমূক উপস্থিত ছিলেন। 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ জাফর কুতুবী।