কুতুবদিয়ায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ব্র্যাক এসডিপি ট্রেনিং সেন্টারে লোকাল কমিউনিটি লিডারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন্নাহার।
সভায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন জেলা ব্যবস্থাপক অজয় চন্দ্র দাস। সহযোগিতা করেন প্রকল্পের এসোসিয়েট অফিসার মোঃ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভোলা নাথ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী নজরুল ইসলাম, আবুল কাশেম, ধর্মীয় নেতা, হিন্দু ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার, ইমাম, পুরহীত,নারী নেত্রী, সাংস্কৃতিক কর্মী ও এনজিও প্রতিনিধি। এসময় দুজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।