আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অগাস্ট ২০২৩ ১০:০১:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এ স্লোগানে কুতুবদিয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৫৪টি পুকুর-জলাশয়ে ১৮০ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার থানার পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

 

এসময়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, মেরিন ফিশারিজ কর্মকর্তা,মোঃ নাজমুস সাকিব, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০২৩-২৪ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় পুকুর-জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।