আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

কর্নেল হাটে ইংলিশ ট্র্যাকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৩ জুলাই ২০২৪ ০২:০৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম নগরের স্বাগত তোরণ খ্যাত সিটি গেইট এলাকার কর্নেল হাট সিডিএ ৪ নং সড়কে যাত্রা শুরু করেছে  ইংলিশ লার্নিং সেন্টার ইংলিশ ট্র্যাক এর  থার্ড স্যাটেলাইট ব্রাঞ্চ। এ স্কুল পিয়ারসন অনুমোদিত সাউথ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক ইংলিশ লার্নিং সেন্টার। শুক্রবার (১২ জুলাই) বিকালে এক সেমিনারের মাধ্যমে শাখা প্রতিষ্ঠানটির উদ্‌বোধনীর পর্দা উড়ে। 

 

প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল আহাদ মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে কর্নেল হাট ব্রাঞ্চের কৃতি শিক্ষার্থী নাবিলা কামাল ও নীলাদির সঞ্চালনায়, অতিথি  হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুদ্দীন চৌধুরী, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী  বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, সালাম চৌধুরী, প্রফেসর রোকেয়া হকসহ বিশিষ্ট জনরা। এতে বক্তারা শিক্ষামন্ত্রী প্রণীত নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানিয়ে  আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন। এবং ইংলিশ ট্র্যাক স্কুল বাচ্চাদের জন্য আস্থার ঠিকানা উল্লেখ করে উত্তরোত্তর সাফল্য করেন তারা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন ইংলিশ ট্র্যাকের প্রতিষ্ঠাতা এবং সিইও একেএম নিজাম উদ্দিন, অক্সিজেন শাখার ডিরেক্টর আবেদ বিন হেলালি, ইপিজেড ব্রাঞ্চের সিইও মোহাম্মদ হাসান।



সবচেয়ে জনপ্রিয়